পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকে ভ্রাম্যমাণ সচেতনতা মূলক প্রচার।

0
242

সুদীপ সেন, বাঁকুড়া:- পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে মানসিক রোগ সম্পর্কে নানা ভাবে সারা রাজ্য জুড়ে প্রচার করা হচ্ছে।

বেশি সংখ্যক সাধারণ মানুষের সহজে দৃষ্টি আকর্ষন করার জন্য সরকারের পক্ষ থেকে নানা সৃজনশীল ক্ষেত্র কে ব্যবহার করা হচ্ছে।

পুতুল নাচ, হর বোলা, ঝুমুর, নাটক বিভিন্ন বক্তব্যের মাধ্যমে মানসিক রোগ এবং তার প্রতিকার সম্পর্কে প্রচার করা হচ্ছে।

এর ই অংশ হিসেবে ৮ই মার্চ বাঁকুড়ার শালতোড়া ব্লকের বিভিন্ন স্থানে অনুষ্ঠান করলেন বাঁকুড়ার প্রখ্যাত ঝুমুর শিল্পী ফটিক সহিস এবং তাঁর দল।

তিলুড়ী গ্রামে সাধারণ মানুষের মাঝে অতি সহজে বক্তৃতা এবং সুন্দর ঝুমুর গানের মাধ্যমে তাঁরা মানসিক রোগ এবং তার প্রতিকারের দিক টি তুলে ধরেন।

সাধারণ মানুষকে মানসিক রোগ সম্পর্কে সচেতন করতে তাঁদের এই প্রয়াস তিলুড়ী বাসীর মন জয় করে।