বিশ্ব শান্তির লক্ষ্যে জ্যোতির্ময় প্রার্থনা সভা দুবরাজপুরের যাত্রা গ্রামে।

বীরভূম থেকে সেখ ওলি মহম্মদঃ- বিশ্ব শান্তির লক্ষ্যে বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের সদাইপুর থানার অন্তর্গত যাত্রা গ্রামের জামিয়া ইসলামিয়া মাদানি শান্তি মিশনের উদ্যোগে জ্যোতির্ময় প্রার্থনা সভার আয়োজন করা হল আজ। এদিন উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের দারুল উলুম দেওবন্দের ভাইস চান্সেলর তথা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মনীষী ও আধ্যাত্মিক ধর্মগুরু হজরত মৌলানা মুফতি ইউসুফ সাহেব, বীরভূম জেলা জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি তথা জামিয়া ইসলামিয়া মাদানি শান্তি মিশনের সাধারণ সম্পাদক মৌলানা আনিসুর রহমান সাহেব, পূর্ব বর্ধমানের করজ গ্রাম মাদ্রাসার সহ সম্পাদক মৌলানা হবিবুল্লাহ চৌধুরী সাহেব, জামিয়া ইসলামিয়া মাদানি শান্তি মিশনের সভাপতি মৌলানা সফিউর রহমান সাহেব, কার্যকরী সভাপতি মৌলানা আবদুর রহমান সাহেব, হাফিজ মহম্মদ আশরাফ আলী এবং প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী ও বিভিন্ন গ্রাম থেকে আগত অতিথিরা। এদিন মৌলানা আনিসুর রহমান সাহেব জানান, বিশ্ব শান্তির লক্ষ্যে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মঙ্গলের জন্য আজকে এই জ্যোতির্ময় প্রার্থনা সভার আয়োজন করেছি। পাশাপাশি তিনি সকল জাতির উদ্দেশ্যে সম্প্রীতির বার্তা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *