নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আর দুই একদিন পরেই বাঙালির রঙের উৎসব, দীর্ঘ দুই বছর করোনা আবহাওয়া কে পেছনে ফেলে এবছর আবার স্বমহিমায় দোল খেলবে বাঙালি, আর তাই চোখে হাজারো স্বপ্ন নিয়ে রঙের পসরা সাজিয়ে বসলেন দোকানিরা । লাল, নীল ,সবুজ, হলুদ বিভিন্ন রঙের আবির ও রং নিয়ে দোল উৎসবের প্রস্তুতি শান্তিপুরের বিভিন্ন বাজার হাটে । শান্তিপুরে রংয়ের উৎসবকে কেন্দ্র করে একটি বিশেষ রীতি চলে আসছে বছরের পর বছর, গোপালের হাউদা সাজানো একটি অন্যতম রীতি শান্তিপুরে । রং, পিচকারি, মুখোশ এবং বিভিন্ন রকম রঙিন কাগজ নিয়ে পসরা সাজিয়েছে দোকানদাররা । তারা জানাচ্ছে এবার একটু হলেও লাভ হতে পারে , তাই দোকান নিয়ে আজ থেকেই ব্যবসার কাজ শুরু করলেন তারা । এদিকে ক্রেতারাও অনেকটাই খুশি ,কারণ দীর্ঘ দুই বছর পর আবারও তারা রং খেলায় ব্রতী হবেন । তাই সকাল সকাল সময় নষ্ট না করে, রং পিচকিরি কিনতে দোকানে সাধারণ মানুষের ভিড় । তবে প্রশাসনিক তৎপরতাও তুঙ্গে শান্তিপুর জুড়ে , যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য সদা তৎপর শান্তিপুর থানার পুলিশ প্রশাসন। রঙের দোকান থেকেই রং নিতে যেরকম আগ্রহী হয়ে রয়েছেন সাধারণ মানুষ ,সেরকমই ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে প্রাক বসন্ত উৎসব শান্তিপুরের বিভিন্ন জায়গায়। তাই দোলের উন্মাদনা তুঙ্গে শান্তিপুর বাসির মধ্যে।
বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা ,কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে।

Leave a Reply