অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত মা ও ২ বছরের পুত্র সন্তান,মেদিনীপুর মেডিকেলে মৃত্যু সন্তানের,চাঞ্চল্য ছেড়ুয়াতে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হলেন এক গৃহবধূসহ দু বছরের এক পুত্র সন্তান। দুজনেরই অবস্থা আশঙ্কাজনক বলে সূত্রের খবর। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কোতোয়ালি থানার অন্তর্গত ছেড়ুয়া গ্রামে। সূত্রের খবর বুধবার রাত সাড়ে আটটা থেকে নটা নাগাদ ওই গৃহবধূ ও তার পুত্র সন্তানের গায়ে আগুন লাগে। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে শারীরিক নির্যাতন করতো তার স্বামী শেখ কাশিরউদ্দিন। এই নিয়ে একাধিকবার মহিলা কমিশনের অভিযোগ জানিয়েছেন অভিযোগকারী স্ত্রী। তাছাড়াও গ্রাম পঞ্চায়েতের এই নিয়ে বহুবার অভিযোগ জানিয়েছেন অভিযুক্তের স্ত্রী রোকসানা বিবি। কিন্তু অভিযোগ, সেই ভাবে কেউই কোনো রকম ব্যবস্থা নেয়নি। ওই মহিলার পরিবারের অভিযোগ, রোকসানা বিবি কে গায়ে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা করেন তার স্বামী। এরপর আশঙ্কাজনক অবস্থায় মা ও ছেলেকে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হলে বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় দুই বছরের পুত্র সন্তানের, এমনটাই জানা গিয়েছে পরিবার সূত্রে, পাশাপাশি আরও জানা যায় ওই বাড়িটিকে সিল করে দেওয়া হয়েছে। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে জেলা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং কোতওয়ালী থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *