অসহায় মানুষের পাশে দাঁড়ালো গোপীবল্লভ পুরের সুবর্ণ রৈখিক পরিবার।

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- সমস্যায় থাকা মানুষের পাশে দাঁড়াতে আবারও এগিয়ে এলো সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক ফেসবুক পরিবার “আমরকার ভাষা, আমারকার গর্ব’। সুবর্ণ রৈখিক পরিবারের পক্ষ থেকে রঙের উৎসব দোলযাত্রার ঠিক প্রাক্ মুহূর্তে বৃহস্পতিবার চলাফেরায় অক্ষম এক পৌঢ়ের হাতে তুলে দেওয়া হলো একটি হুইল চেয়ার। এই গ্রুপের সক্রিয় সদস্য ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-২ নং ব্লকের আসনবনী গ্রামের বাসিন্দা সমীর দন্ডপাটের বিশেষ উদ্যোগে হুইলচেয়ারটি তুলে দেওয়া হলো গোপীবল্লভপুর-২ নং ব্লকের সোনাকোনিয়া গ্রামের বাসিন্দা কৃষ্ণপদ ধাঁউড়িয়ার হাতে একটি হুইল চেয়ার। এদিন বেলিয়াবেড়ার সোনাকোনিয়া গ্রামে কৃষ্ণপদ বাবুর বাড়িতে আয়োজিত এক ঘরোয়া কর্মসূচিতে গ্রুপের পক্ষ থেকে হুইলচেয়ারটি তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন গ্রুপের পরিচালকরা এবং সদস্য-সদস্যাদের একাংশ। পরিচালকদের পক্ষে বিশ্বজিৎ পাল জানান, সমীর দন্ডপাট বাবুর সহযোগিতায় তাঁরা কৃষ্ণপদ বাবুকে দোলযাত্রার উপহার হিসেবে হুইলচেয়ারটি তুলে দিলেন। পাশাপাশি জানান তাঁরা এভাবেই আগামীদিনেও ভাষা ও সংস্কৃতি চর্চার পাশাপাশি সমাজসেবা মূলক কাজ করে যেতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *