কোচবিহারে রবি’র শপথ অনুষ্ঠানে মিলে মিশে একাকার তৃণমূলের সব গোষ্ঠীর, কর্মী সমর্থকদের উপচে পরা ভিড়।

কোচবিহার, ১৭ মার্চঃ বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা রবীন্দ্রনাথ ঘোষের কোচবিহার পুরসভার চেয়াম্যানে পদের দায়িত্বভার গ্রহণ করা নিয়ে ব্যাপক উন্মাদনার দেখা গেল তৃণমূল নেতা কর্মীদের মধ্যে। আজ কোচবিহার পুরসভার বোর্ড গঠন করা হয়। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন রবীন্দ্রনাথ বাবু, আমিনা আহমেদকে ভাইস চেয়ারম্যান করা হয়। দলীয় ভাবে ঘোষণা না হলেও রবীন্দ্রনাথ বাবু কোচবিহার পুরসভার চেয়ারম্যান হচ্ছেন, সামাজিক মাধ্যমে তা নিয়ে কয়েকদিন ধরেই চর্চা শুরু হয়েছিল। তাই এদিন সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্তের তৃণমূল নেতা কর্মীদের ভীর জমতে শুরু করে কোচবিহার শহরে। রবীন্দ্রনাথ বাবু পুর ভবনের ভিতরে যখন দায়িত্ব ভার গ্রহণ করছিলেন তখন পুরসভা চত্বর জুড়ে দলীয় নেতা কর্মীদের ভীর থকথক করছে। দায়িত্ব ভার গ্রহণের পর দলের একটি সম্বর্ধনা অনুষ্ঠানেও দেখা গেল সেই চিত্র। মঞ্চে যেমন এক সাথে দেখা গেল বিভিন্ন গোষ্ঠীর নেতাদের। তেমনি নিচে কর্মী সমর্থকদের উপচে পরা ভীর এবং উন্মাদনা।
এদিন সকাল সকাল রবীন্দ্রনাথ বাবুর বাড়ির অফিসে নেতাদের ভীর জমতে দেখা যায়। আসেন সিতাইয়ের বিধায়ক জগদীশ বসুনিয়া, দিনহাটা ২ নম্বর ব্লকের তৃণমূল নেতা তথা জেলা পরিসদের কৃষি কর্মাধ্যক্ষ মীর হুমায়ুন কবীর, দিনহাটার আরেক নেতা তথা জেলা পরিসদের কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন সহ ব্লক ও গ্রাম পঞ্চায়েত স্তরের বহু নেতা কর্মীকে। মাথাভাঙা থেকে এসে হাজির হয়েছিলেন প্রাক্তন দুই মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ এবং হিতেন বর্মণ, দলের জেলা কমিটির চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মণ সহ বহু নেতা কর্মী। এছাড়াও তুফানগঞ্জ নাটাবাড়ি কোচবিহার ২ নম্বর ব্লক এলাকার বহু নেতা কর্মীদের পাশাপাশি কোচবিহার শহরের নেতাদের।
তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি পার্থ প্রতিম রায় যখন পুর ভবন লাগোয়া আমতলা এলাকায় উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অফিসে দলীয় কয়েকজন কাউন্সিলার নিয়ে বৈঠক করছিলেন, তখন দলের নেতা কর্মীদের নিয়ে মদনমোহন মন্দিরে মিছিল করে পুর ভবনের দিকে আসতে দেখা যায় রবীন্দ্রনাথ বাবুকে। এরপরেই সমস্ত দলীয় কাউন্সিলারদের নিয়ে পুর ভবনে প্রথমে শপথ গ্রহণ করেন। তারপরেই সর্ব সম্মতি ক্রমে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়। ওই প্রক্রিয়া শেষ হতেই শহর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কাউন্সিলারদের সম্বর্ধনা সভা। সেখানেও তৃণমূলের নানা স্তরের নেতার ভীর।
তৃণমূল কংগ্রেস নেতা খোকন মিয়াঁ বলেন, “আজ রবিদার চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার দিন নেতা কর্মীদের উপস্থিতি বুঝিয়ে দেয়, তিনি জননেতা। মঞ্চে যত নেতা দেখেছেন, প্রায় সবাই হয় রবিদার হাত ধরে তৃণমূল কংগ্রেসের নেতা হয়েছেন। নতুবা অন্যদল থেকে তৃণমূলে এসেছেন। কেউ কেউ ভিতরে থেকে দলের কোন্দল বাঁধিয়ে আমাদের দুর্বল করার চেষ্টা করেছে। কিন্তু তাঁরা সফল হয় নি, এই জন নেতার চেয়ারম্যান পদে দায়িত্ব নেওয়ার দিন নেতা কর্মীদের এই ভীর বুঝিয়ে দিয়েছে।” তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থ প্রতিম রায় বলেন, “ তৃণমূল কংগ্রেস যৌথ নেতৃত্বে বিশ্বাস করে। কোচবিহারে দলের অনেক বর্ষীয়ান নেতা রয়েছেন। তাঁদের মধ্যে রবীন্দ্রনাথ ঘোষ সহ বিনয় কৃষ্ণ বর্মণ, আব্দুল জলিল আহমেদ, গিরীন্দ্রনাথ বর্মণ রয়েছেন। আমরা সবাই মিলে এক সাথে চলবো। এটাই তো দলের সৌন্দর্য। আমাদের লক্ষ্যকে বিজেপিকে নির্মূল করা।” রবীন্দ্রনাথ বাবু দলীয় সম্বর্ধনা অনুষ্ঠানে তাঁকে রাজনগরী তথা কোচবিহার পুরসভার চেয়ারম্যান করায় একদিকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন ধন্যবাদ জানিয়েছেন। তেমনি মঞ্চে উপস্থিত দলীয় নেতৃত্ব, কাউন্সিলার এবং কর্মী সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *