নিজস্ব সংবাদদাতা, মালদা:- পুকুর দখলকে কেন্দ্র করে বোমাবাজি ভুতনি থানার উত্তর চন্ডিপুর পুলিনটোলা এলাকায়।
এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে দুই গোষ্ঠীর মধ্যে পুকুরের মাছ দখলকে কেন্দ্র করে গন্ডগোল লেগে থাকে এলাকায় l একপক্ষ পুকুরের মধ্যে জাল ফেলে মাছ ধরার চেষ্টা করলে, অন্যপক্ষ বাধা দেয় এরপর দুই পক্ষের মধ্যে শুরু হয় চরম ঝামেলা।অভিযোগ এলাকায় বোমাবাজি ও করাহয় l ঘটনার খবর পেয়ে ভূতনি থানার বিশাল পুলিশবাহিনী পৌঁছে পরিস্থিতি সামাল দেয় l বোমাবাজির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায় জুড়ে l
পুলিশ এই ঘটনায় অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করে ধৃতদের বৃহস্পতিবার মালদা জেলা আদালতে পাঠায় ভুতনি থানার পুলিশ l
Leave a Reply