শপথগ্রহণ অনুষ্ঠানে প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল তৃণমূলের।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শপথ গ্রহণ চলাকালীন শান্তিপুর পৌরসভায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। চেয়ারম্যান পদে ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়ার পরেই পৌরসভা ছেড়ে প্রকাশ্যে বেরিয়ে গেলেন শান্তিপুর শহর তৃণমূল সভাপতি ও 16 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত প্রতিনিধি বৃন্দাবন প্রামানিক। দলকে জানাবো এবং ব্যবস্থা গ্রহণ করব বললেন বিধায়ক। যদিও ভোটাভুটিতে আমি জয় লাভ করেছি পাল্টা দাবি বৃন্দাবন প্রামাণিকের। শান্তিপুর পৌরসভার শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল বৃহস্পতিবার। শান্তিপুর পৌরসভার মোট চব্বিশটি ওয়ার্ড রয়েছে। তার মধ্যে 22 টি ওয়ার্ডের জয়লাভ করেছে তৃণমূল এবং দুইটিতে বিজেপি ‌। বৃন্দাবন প্রামাণিকের দাবি 12 জন তৃণমূল প্রতিনিধি ভোট তিনি পেয়েছেন। 10 জন তৃণমূল প্রতিনিধি ভোট দলের ঘোষণা করা চেয়ারম্যান সুব্রত ঘোষ পেয়েছিলেন। বাকি দুইজন বিজেপি প্রতিনিধিদের ভোট সুব্রত ঘোষ পাওয়ায় সমান সমান হয়ে যায়। কিন্তু তৃণমূলের কাস্টিং ভোটে সুব্রত ঘোষ জয়লাভ করে। সেই কারণেই আমার মনে হয়েছে দলের প্রতিনিধি হিসেবে আমি জয় লাভ করেছি। তবে মাঝপথে বেরিয়ে আসা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি। এ বিষয়ে বিধায়ক ব্রজকিশোর গোস্বামী কে প্রশ্ন করা হলে তিনি বলেন দলকে ইতিমধ্যে জানিয়েছি দল ব্যবস্থা গ্রহণ করবে। এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার কেন তিনি বেরিয়ে গেলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *