গভীর রাতে বুনো হাতির তান্ডব, ভেঙে ফেলল তিনটি বাড়ি।

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়ার বড়জোড়া রেঞ্জের শীতলা বিটের নিরসা গ্রামে গতকাল গভীর রাত্রে একটি বুনো হাতি ঢুকে পড়ে গ্রামের ৩টি বাড়ি ভাঙচুর করে এবং বাড়িতে থাকা ধান খেয়ে নষ্ট করে ছড়িয়ে যায় সেই হাতিটি , পরে গ্রামবাসীরা একসাথে বেরিয়ে এসে হইহল্লা করলে গ্রাম থেকে বেরিয়ে যায় হাতিটি।
এই ঘটনায় আতঙ্কে রয়েছে গ্রামের মানুষ ।

গ্রামের মানুষের দাবি গত কুড়ি থেকে পঁচিশ বছর ধরে এই গ্রামে হাতির উৎপাত রয়েছে বনদপ্তর এর ভূমিকা নেই, কোনো সহযোগিতা পাওয়া যায়না বনদপ্তর থেকে, এখন তাদের দাবি গতকাল রাত্রে হাতিতে যেসব ক্ষতি করেছে সেই সব ক্ষতিপূরণ চাই।

তবে আজ শীতলা বিট অফিসার এসে নির্সা গ্রামের মানুষকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়ে যান কিন্তু আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে তিনি কিছু বলতে চাইনি তিনি সাংবাদিককে কিছু না বলেই এড়িয়ে চলে যায়।

অপরদিকে বড়জোড়া রেঞ্জ অফিসার বলেন সরকারি যেসব নিয়মকানুন আছে সেগুলি করা হবে যতটুকু সরকারের তরফ থেকে সহযোগিতা করার ততটুকু আমরা করব।তের অন্ধকারে গ্রামে ৩ টি বাড়ি ভেঙে ফেলল, আতঙ্কে গ্রামবাসি।

বড়জোড়া রেঞ্জের শীতলা বিটের নিরসা গ্রামে গতকাল গভীর রাত্রে একটি বুনো হাতি ঢুকে পড়ে গ্রামের ৩টি বাড়ি ভাঙচুর করে এবং বাড়িতে থাকা ধান খেয়ে নষ্ট করে ছড়িয়ে যায় সেই হাতিটি , পরে গ্রামবাসীরা একসাথে বেরিয়ে এসে হইহল্লা করলে গ্রাম থেকে বেরিয়ে যায় হাতিটি।
এই ঘটনায় আতঙ্কে রয়েছে গ্রামের মানুষ ।

গ্রামের মানুষের দাবি গত কুড়ি থেকে পঁচিশ বছর ধরে এই গ্রামে হাতির উৎপাত রয়েছে বনদপ্তর এর ভূমিকা নেই, কোনো সহযোগিতা পাওয়া যায়না বনদপ্তর থেকে, এখন তাদের দাবি গতকাল রাত্রে হাতিতে যেসব ক্ষতি করেছে সেই সব ক্ষতিপূরণ চাই।

তবে আজ শীতলা বিট অফিসার এসে নির্সা গ্রামের মানুষকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়ে যান কিন্তু আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে তিনি কিছু বলতে চাইনি তিনি সাংবাদিককে কিছু না বলেই এড়িয়ে চলে যায়।

অপরদিকে বড়জোড়া রেঞ্জ অফিসার বলেন সরকারি যেসব নিয়মকানুন আছে সেগুলি করা হবে যতটুকু সরকারের তরফ থেকে সহযোগিতা করার ততটুকু আমরা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *