প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : দোল পূর্ণিমার দোল উৎসব সারা ভারত বর্ষ তথা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন প্রান্তে জাঁকজমকের সহিত পালিত হয়। দোল মানে রং, রং ছাড়া দোল উৎসব ভাবাই যায় না। আর এই রঙ নিয়ে হয় বিভিন্ন রকম রকমারি ঘটনা। রং উৎসব বসন্তের আগমনে প্রেমকে বার্তা দেয় নতুনভাবে সাজাতে। রাধা কৃষ্ণের প্রেমের কাহানি বহু প্রাচীন এবং ধর্মীয় রীতি সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। রবীন্দ্রনাথের রং উৎসবের বিভিন্ন গান আমাদের হৃদয়কে আন্দোলিত করে রং উৎসবে ভেসে যাওয়ার জন্য। রং ছাড়া যেমন দোল হয় না ঠিক তেমনি রবীন্দ্রনাথের গানের সাথে সাথে রং উৎসবের এক মাধুর্য যা কিনা আপামর বাঙালির হৃদয় উদ্বেলিত করে তোলে। আবার রং দিয়ে যেমন এক মন থেকে আরেক মনে মিলনের বার্তা দেয়, অপরদিকে রং নিয়েই শুরু হয় মারামারি। তারই জলজ্যান্ত প্রমান হাওড়া বাউরিয়া এলাকায়। দুই ক্লাবের মধ্যে রং দেওয়া নিয়ে মারামারি বোমাবাজি ইট ছড়াছড়ি পর্যায়ে পৌঁছায় উত্তপ্ত হয় হাওড়ার বাউরিয়া। দুপক্ষের মধ্যে বোমাবাজি, ইট বৃষ্টি, বাড়ি ভাঙচুর, ঘটনাস্থলে র্যাফ ও বিশাল পুলিশ বাহিনী।
ঘটনায় আটক প্রায় ১০ জন।
বাউরিয়ার ফোট গ্লস্টার এলাকার দুই ক্লাব রুপা সংঘ ক্লাব ও পরিষেবা ক্লাব মধ্যে দোলের দিন থেকেই রং মাখানো নিয়ে বচসা হয়। তা নিয়ে আজ দুপুরে আবার ও উত্তেজনা। এলাকা টহল দিচ্ছে পুলিশ ও রাফ। তেমনই চিত্র ধরা পড়লে আমাদের ক্যামেরায়।
দোলে রং মাখানো নিয়ে দুই পাড়ার মধ্যে সংঘর্ষ।

Leave a Reply