হবিবপুর থানা মঙ্গলপুরা অঞ্চলের আতলা বিলে, শনিবার দুপুরে মাছ ধরার বাহিচ করতে গিয়ে পুলিশের হাতে ধরা পরলো ১৯ জন ।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-হবিবপুর থানা মঙ্গলপুরা অঞ্চলের আতলা বিলে, শনিবার দুপুরে মাছ ধরার বাহিচ করতে গিয়ে পুলিশের হাতে ধরা পরলো ১৯ জন পুলিশ সুত্রে জানাগিয়েছে হবিবপুর ব্লকের বিভিন্ন জায়গায় যেকোন বিলে বা নদীতে বাহিত করা যাবেনা বাহিচ করার জন্য নির্দিষ্ট বিল ছার দেওয়া আছে।কিন্তু প্রশাসনের নির্দেশিকা অমান্য করে গতকাল শনিবার প্রশাসনে নিয়োম না মেনে আদিবাসী সম্প্রদায়ে মানুষ জোর করে মাছ ধরতে যায় মঙ্গলপুরা অঞ্চলের আতলা বিলে সে সময় হবিবপুর থানার পুলিশের তরফে তাদের বাধা দেওয়ায় পুলিশের কথা না মেনে আতলা বিলে বাহিচ করতে নামে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন পুলিশ বাধা দিলে পুলিশের সাথে ধসধস্তি শুরু হয়। হবিবপুর থানার পুলিশের কথা অমান্য করা আতলা বিল থেকে ১৯ জন আটক করে। রবিবার তাদের মালদা জেলা আদালতে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *