নিজস্ব সংবাদদাতা, মালদা-:- টাইলসের কাজে গিয়ে মোজাইক মেশিনে পালিশ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক মিস্ত্রির। মৃত্যু কখন হয়েছে তা সঠিক ভাবে জানতে পারেনি পুলিশ। মেশিনের পাশে আশঙ্কাজনক অবস্থায় পড়েছিলেন, তার জড়ানো অবস্থায় ছিল শরীরে। বিকেলের দিকে বিপ্লব বর্মন নামে এক ব্যাক্তি ওপরে উঠে দেখেন আশঙ্কাজনক অবস্থায় পড়ে থাকতে। তিনি এসে মেশিনটি বন্ধ করেন। তার পরে ইংলিশবাজার থানার পুলিশকে খবর দিলে তারা ওই মিস্ত্রিকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসাপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক । শহরের কুট্টিটোলা এলাকার এক বহুতলে কাজ চলছিল। পাঁচ তলায় কাজ চলছিল। ওই মিস্ত্রি একাই কাজ করছিলেন। তাঁর বয়স আনুমানিক ৫০। তাঁর পরিচয় জানার চেষ্টা করছে ইংরেজ বাজার থানার পুলিশ।
Leave a Reply