সাঁকরাইল ব্লকের পাথরা জয়চন্ডী এস সি হাই স্কুলের প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানের সমাপ্তি অনুষ্ঠান।

0
361

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের পাথরা জয়চন্ডী এস সি হাই স্কুলে ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে প্লাটিনাম জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাথরা এলাকায় ধামসা মাদল বাজিয়ে বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্যদিয়ে ওই অনুষ্ঠানের সূচনা হয়।এদিন 75 টি প্রদীপ জ্বালিয়ে ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমল কান্ত রাউৎ।ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক চূড়ামণি মাহাতো,গোপীবল্লভপুর এর সি আই মুকুল মিয়া সহ আরো অনেকে। দুই দিনব্যাপী ওই অনুষ্ঠানের সূচনা করে সমাজসেবী কমল কান্ত রাউত বলেন এই শিক্ষা প্রতিষ্ঠান দেখতে দেখতে পঁচাত্তর বছর পূর্ণ করল ।আগামী দিনে তিনি ওই বিদ্যালয়ের আরও উন্নতি কামনা করেন। তিনি ওই বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন এবং আগামী দিনে একটি আদর্শ বিদ্যালয় হিসেবে যেন গড়ে ওঠে সে ব্যাপারে শিক্ষক-শিক্ষিকাদের কাছে আবেদন করেন। ছাত্র-ছাত্রীদের নিয়মিত বিদ্যালয়ের পঠন পাঠনের দিকেও নজর রাখার জন্য তিনি অভিভাবকদের আহ্বান জানান। করোনা পরিস্থিতির ফলে দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ ছিল। যার ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছিল। তবে করোনা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হয়েছে। ছেলেমেয়েরা পড়াশোনা করার জন্য বিদ্যালয়ে আসতে শুরু করেছে। তাই তিনি ওই বিদ্যালয়ের 75 তম বর্ষ উদযাপন অনুষ্ঠানের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত হয়ে ওই এলাকার সকলকে বিদ্যালয়ের পাশে থাকার জন্য আহবান জানান এবং ওই অনুষ্ঠানের সাফল্য কামনা করেন।