বাঁকুড়া পৌরসভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সহ কাউন্সিলরদের শপথ গ্রহণ।

0
236

আবদুল হাই, বাঁকুড়া :- সম্প্রতি বাঁকুড়া পৌরসভা নির্বাচন সম্পন্ন হয়েছিল তাতে প্রত্যাশামতোই তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা সাথে বোর্ড গঠন করে আজ সমস্ত কাউন্সিলর এবং চেয়ারপারসন ভাইস চেয়ারপার্সন দের শপথ গ্রহণ করানো হয় বাঁকুড়ার এসডিও সুশান্ত কুমার গোপন শপথ বাক্য পাঠ করান বাঁকুড়া পৌরসভার তে এক অনুষ্ঠানের মাধ্যমে শপথগ্রহণ সমারোহ সম্পন্ন করা হয় এখানে 24 জন কাউন্সিলর কে শপথ পাঠ করানোর পাশাপাশি মজুমদারকে চেয়ারপারসন ও হীরালাল চট্টরাজ কে ভাইস চেয়ারপারসন পদের জন্য শপথ পাঠ করানো হয় এর আগে বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় স্কুল মাঠে এর পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে তৃণমূল কংগ্রেসের যুব নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তালডাংরা বিধায়ক চক্রবর্তী সহ তৃণমূল কংগ্রেসেরসমস্ত নেতা-কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন এখানে কর্মীদের উদ্দেশ্যে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন যে বাঁকুড়ার মানুষ যেভাবে দুই হাত তুলে বিধানসভা এবং পৌরসভা নির্বাচনে তাদের আশীর্বাদ দিয়েছে এবার তাদের কর্তব্য যে আগামী পাঁচ বছর তারা মাথা নিচু করে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পগুলি মানুষের দরজায় দরজায় পৌঁছে দেয় এবং এর সাথে মাথা উঁচু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করা ও প্রত্যেক তৃণমূল কংগ্রেস কর্মীর কর্তব্য তিনি বলেন যে পৌরসভা নির্বাচন সম্পন্ন এবার পঞ্চায়েত নির্বাচন আসন্ন এবং তারপর তাদের যা মুখ্য উদ্দেশ্য 2024 এর লোকসভা নির্বাচন যার মাধ্যমে তারা চাইছেন যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দেশের প্রধানমন্ত্রী পদে আসীন হন এর সাথে তিনি বিজেপি এবং শুভেন্দু অধিকারী কে একহাতে নিয়ে বলেন যে যেমন পশ্চিমবঙ্গে কোন মুসলিম পরিবারে পুত্রসন্তান জন্মালে তার নাম মীরজাফর রাখা হয় না আগামী দিনে পশ্চিমবঙ্গে কোন হিন্দু পরিবারে পুত্রসন্তান জন্মালে তার নাম শুভেন্দু রাখা হবে না অন্যদিকে তালডাংরা বিধায়ক অরূপ চক্রবর্তী কর্মীদের উদ্দেশে বলেন যে এবার থেকে তাদের দায়িত্ব বেড়ে গেল দলের প্রত্যেক কাউন্সিলর তার কর্তব্য পালন করছেন কিনা এটি দেখা তাদের কর্তব্য যদি কোন কাউন্সিলর কর্তব্যে অবহেলা করেন তাহলে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কর্তব্য হল যেন তারা শীর্ষ নেতৃত্বকে সে বিষয়টি জানায় কারণ মানুষ দুহাত তুলে টিএমসি কে আশীর্বাদ দিয়েছে মানুষের কাজ করার জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here