বাঘের আক্রমণে গুরুতর আহত মৎস্যজীবি।

0
360

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – প্রত্যন্ত সুন্দরবনে বাঘের আক্রমণে গুরুতর জখম হলেন এক মৎস্যজীবী।জখম ওই মৎস্যজীবীর নাম আবু তালেব পিয়াদা। তার বাড়ি কুলতলী থানার অন্তর্গত দেবীপুর অঞ্চলের দেউলবাড়ি গ্রামে। আবুতালেব পিয়াদা কুলতলি বিট অফিস থেকে বৈধ অনুমতি পত্র নিয়ে সোমবার তিন মৎস্যজীবী সুন্দরবনের আজমলমারী ৩ নম্বর কোম্পারমেন্টে  কাঁকড়া ধরতে গিয়েছিল। সাথে ছিল মইমুর খাঁন ও আজিম মন্ডল। বুধবার তারা কাঁকড়া  ধরার মুহুর্তে আচমকা সুন্দরবনের গভীর জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে আসে।আবু তালেবের উপর ঝাঁপিয়ে পড়ে। পাশে থাকা মইমুর খাঁন ও আজিম মন্ডলের  সাহসিকতায় দীর্ঘ সময় ধরে বাঘে মানুষে লড়াই চলে। কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ।শেষে পরিস্থিতি বেগতিক বুঝে রণে ভঙ্গ দেয় বাঘ।সঙ্গী সাথীরা তড়িঘড়ি আবুতালেব পিয়াদা কে নৌকায় তুলে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। খবর দেওয়া হয় স্থানীয় বিট অফিসে ও জয়নগর গ্রামীণ হাসপাতালে। তড়িঘড়ি পাশের বাড়িতে থাকা মোটর সাইকেলে বসিয়ে কুলতলির জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে নিয়ে  আসে আবু তালেব কে। জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালের ডাক্তার বাবু বাঘে ধরা ব্যক্তিকে চিকিত্সা করার পর জেলা  হাসপাতালে স্থানান্তরিত করেন। পথে রুগির অবস্থা আশঙ্কাজনক হওয়ায়  কুলতলি থেকে কুড়ি কিলোমিটার দূরে স্থানীয়  জয়নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে।ওই মৎস্যজীবীর বাড়িতে পাঁচ মেয়ে ও এক ছেলে কে নিয়ে অভাবের সংসার।একমাত্র উপার্জনকারী আবুতালেব। বর্তমানে মৃত্যুর সাথে লড়াই করছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here