পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গলায় ফাঁস লাগিয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পুর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের পঁচেট ৪ নং গ্রাম পঞ্চায়েতের খাড় কল্যাণপুর গ্রামে। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম স্বপন নায়েক বয়স আনুমানিক ৪৫ বছর, স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে স্বপন নায়েক নামে ওই ব্যক্তি তিনি কর্মসূত্রে ভিন রাজ্যে থাকতেন। কয়েকদিন আগে তিনি নিজের বাড়ি এসেছিলেন । বৃহস্পতিবার তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। হঠাৎই গ্রামের এক ব্যক্তি তিনি চাষের কাজের জন্য মাঠে গেলে সেখানে একটি জঙ্গলের ভেতরে একটি গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তি পরিবারের লোকেদের খবর দেয়। ঘটনাস্থলে পরিবারের লোকেরা যায় এবং কিছুক্ষণ বাদেই পটাশপুর থানা পুলিশের কাছে খবর পৌঁছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পটাশপুর থানার পুলিশ। তবে ঠিক কি কারণে ওই ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা এখনো স্পষ্ট নয়। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনা তদন্ত শুরু করেছে পটাশপুর থানার পুলিশ।
Leave a Reply