বিদ্যুতের টাওয়ারে চূড়ায় মহিলা, মহিলাকে নামাতে রাতভর ঘাম ছুটল পুলিশের।

আবদুল হাই, বাঁকুড়াঃ সন্ধ্যে হওয়ার ঠিক আগে হাইটেনশান বিদ্যুতের উঁচু টাওয়ারে উঠে পড়েছিলেন এক মহিলা।তাও আবার টাওয়ারের একেবারে চুড়ায়। অনেক সাধ্য সাধনাতেও তিনি নামতে নারাজ। অগত্যা রাতভর দমকল, পুলিশ, ডিভিসি ও সিভিল ডিফেন্স কর্মীদের মাথার ঘাম পায়ে ফেলার জোগাড়। রাতভর চেষ্টায় অবশেষে তিনি নামলেন। নেমে এলেন একেবারে বহাল তবিয়তেই। তবে টাওয়ার নেমে আসতেই তাঁকে আটক করল পুলিশ।

ঘটনা বাঁকুড়ার মেজিয়া থানার সীতারামপুর গ্রামের। গ্রামের সীমানা দিয়ে চলে গেছে মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ বাহী হাইটেনশান লাইন। বিদ্যুৎ বাহী হাইটেনশান লাইনের সেই উঁচু খুঁটিরই একেবারে চুড়ায় উঠে বসে আছেন এক মহিলা। গতকাল সন্ধ্যায় এমন ঘটনা দেখে রীতিমত শিউরে উঠেছিলেন সীতারামপুর গ্রামের মানুষ। যে কোনো সময় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা বুঝতে পেরেই মেজিয়া থানায় খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থলে ছুটে এসে মহিলাকে নেমে আসার জন্য কাকুতি মিনতি করতে থাকেন তাবড় পুলিশ আধিকারিকরা। কে শোনে কার কথা। চুপচাপ টাওয়ারের চুড়ায় বসে থেকে নিরুত্তাপ মহিলাকে দেখে হাল ছাড়ে পুলিশ। খবর দেওয়া হয় দমকলে। দমকল কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে টাওয়ার থেকে নামিয়ে আনতে ব্যার্থ হয়। এরপর খবর দেওয়া হয় সিভিল ডিফেন্স ও ডিভিসি কর্তৃপক্ষকে। এরপর রাতভর দমকল, পুলিশ, ডিভিসি ও সিভিল ডিফেন্স কর্মীদের যৌথ উদ্যোগে শেষ পর্যন্ত আজ ভোরে ওই মহিলাকে নামিয়ে আনা হয় টাওয়ার থেকে। মহিলা নেমে আসতেই মেজিয়া থানা তাঁকে আটক করে মেজিয়া থানায় নিয়ে যাওয়া হয়। মহিলার নাম পরিচয় জানা যায়নি। মহিলা মানসিক ভারসাম্যহীন বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

বাইট ঃ- পিন্টু মন্ডল ( স্থানীয় বাসিন্দা)
বাইট ঃ- সিদ্ধার্থ মন্ডল ( স্থানীয় বাসিন্দা)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *