জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- দোষ না করেও পুলিশের জালে।বিনাঅপরাধী মানুষ এখন লকাপে।সাক্ষী দেবার নাম করে পুলিশ আনলেও এখন সে মাদকদ্রব্য বিক্রির কেসে।এমনটাই জানালো সুশান্ত রায়ের দাদা সুব্রত রায়।বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা পুলিশের কাছে দেখা করতে যান এই পরিবারের সদস্যরা সহ এলাকার বাসিন্দারা।জানা গেছে অভিযুক্ত সুশান্ত রায়ের বাড়ি পোড়া পাড়া এলাকায়।দুই দিন আগে তাকে বাড়ির সামনে থেকে একটি বিষয়ে সাক্ষী দেবার নাম করে পুলিশ এনেছিলেন।কিন্তু এখন মাদকদ্রব্য বিক্রির অভিযোগে থানায় আটক করা হয়েছে তাকে।এমনটাই জানান সুশান্ত রায়ের দাদা সুব্রত রায়।তাই এই দিন জেলা পুলিশ সুপারের কাছে আবেদন করতে আসেন তার বিনাঅপরাধী ভাইকে যাতে পুলিশ ছেড়ে দেয়।
সাক্ষী দেবার নাম করে পুলিশ আনলেও এখন সে মাদকদ্রব্য বিক্রির কেসে, এমনটাই জানালো সুশান্ত রায়ের দাদা সুব্রত রায়।

Leave a Reply