বাহা উৎসব মাতলো জঙ্গলমহল।

আবদুল হাই, বাঁকুড়াঃ বসন্ত উৎসব উপলক্ষ্যে পলাশ উল্লাস উৎসবে মাতলো জঙ্গলমহল। বাঁকুড়া জেলার খাতড়ায় রাজাডালী ফুটবল ময়দানে,,,, সাধারণত জঙ্গলমহল উদ্যোগে থেকে ২৬/২৭ এই দুই দিন ধরে পালিত হলো পলাশ উল্লাস উৎসব। সাধারণত জঙ্গলমহলের আদি জনজাতিদের নিয়ে এই উৎসব হয়ে আসছে দীর্ঘদিন ধরে। বিভিন্ন জনজাতির কে নিয়ে এই উৎসবে উপস্থিত ছিলেন কলকাতা থেকে আগত প্রিয়ব্রত বেলা ,রিতা চট্টরাজ, শক্তিপদ ভুঁইয়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *