দুই দিনের দেশব্যাপী সাধারণ ধর্মঘট সফল করতে খড়গপুরে পথে নামল সিআইটিইউ নেতৃত্ব।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সোমবার এবং মঙ্গলবার দুই দিনব্যাপী ১২ দফা দাবি নিয়ে সাধারন ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী সংগঠন। সাধারণ ধর্মঘটের প্রথম দিনে অর্থাৎ সোমবার সকাল থেকে সাধারণ ধর্মঘটের সমর্থনে পথে নেমেছে বামপন্থী সংগঠনগুলি। পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক এলাকায় রাস্তা অবরোধ এবং সাধারণ ধর্মঘটের সমর্থনে মিছিল করছে বামপন্থী সংগঠনের কর্মী সমর্থকরা। এদিন সকালে সারা জেলার পাশাপাশি খড়গপুর শহরের প্রেম বাজার এলাকায় খড়গপুর-কেশিয়াড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো CITU কর্মী সমর্থকরা। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *