জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- আগুন নিয়ন্ত্রণে আসার পরই পুনরায় শুরু হলো আউট ডোরে রুগী দেখার কাজ।
অফিসে এসেই দেখি ওপর তলা থেকে ধোয়া বেরিয়ে আসছে। জানালেন এক প্রত্যক্ষদর্শী।
দমকলের তিনটি ইঞ্জিনের এক ঘন্টার প্রচেষ্টায় দ্রুত নিয়ন্ত্রণে আসলো জলপাইগুড়ি সদর হাসপাতাল লাগোয়া জেলার মুখ্য স্বাস্থ্য অফিসারের দপ্তরে লাগা আগুন।
ঘটনা প্রসঙ্গে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার জানিয়েছেন ছুটির দিন থাকায় কোনো কর্মী ওই সময় ছিলেন না দপ্তরের যে স্থানে আগুন লেগেছিলো, বর্তমানে সব কিছু স্বাভাবিক রয়েছে ,আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
অপরদিকে প্রত্যক্ষদর্শী স্বাস্থ্য বিভাগের এক কর্মী প্রদীপ দত্ত জানালেন , সকালে কাজে এসেই দেখি ওপর তলা থেকে ধোঁয়া বেরিয়ে আসছে, এর পরেই দ্রুত দমকল এবং আমাদের উচ্চ পদস্থ অফিসারদের ফোন করে জানাই।
Leave a Reply