ঐতিহাসিক বারোনী মেলা শুরু হলো জলপাইগুড়ির গৌরীহাটে।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ঐতিহাসিক বারোনী মেলা শুরু হলো জলপাইগুড়ির গৌরীহাটে।করলা নদীর উত্তর মুখী তে শুরু হলো বারোনী মেলা ও স্নান ।দুই বছর পর ফের শুরু হলো উত্তর বঙের ঐতিহাসিক বারোনী মেলা ও স্নান। আজ থেকে মোট ছয়দিন চলবে এই মেলা। স্নান চলবে আজ ও আগামীকাল।পাশাপাশি রকমারী জিনিস নিয়ে বসেছে মেলার পসারীরা। বিভিন্ন জায়গার পাশাপাশি উত্তর বঙ্গের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এখানে। দই চিড়া খাবার রীতি রয়েছে এই মেলাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *