টমটমের ব্যাটারি চুরি করা এক যুবককে পাকড়াও করে উত্তম-মধ্যম দেয় এলাকাবাসীরা।

0
240

এিপুরা-তেলিয়ামুড়া, রাহুল দাস:- খাকি উর্দিপরা তেলিয়ামুড়া থানার পুলিশ যখন কুম্ভ নিদ্রায় মগ্ন ঠিক তখনই টমটমের ব্যাটারি চুরি করা এক যুবককে পাকড়াও করে উত্তম-মধ্যম দেয় এলাকাবাসীরা , ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ফল বাজার সংলগ্ন এলাকায় বুধবার সকালে। ধৃত যুবকের নাম রঞ্জিত দে।এলাকাবাসীরা চুরি কান্ডে লিপ্ত ধৃত রঞ্জিত দে কে উত্তম-মধ্যম দিতেই বেরিয়ে আসে চুরি কাণ্ডের মূল মাস্টারমাইন্ডের নাম, পরে এলাকাবাসীরা খবর দেয় তেলিয়ামুড়া থানায়। খবর পেয়ে ঘড়িমসি ভাব দেখিয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ। পরে পুলিশ রঞ্জিত দে নামে এক যুবককে আটক করে নিয়ে যায় তেলিয়ামুড়া থানায়। অন্যদিকে তেলিয়ামুড়া থানার পুলিশ চুরি কাণ্ডের মূল মাস্টারমাইন্ড এর নাম জানা সত্ত্বেও তাকে গ্রেফতার বা আটক করতে ব্যর্থ ঠিক সেই সময় ফের একবার এলাকাবাসীরা যৌথ প্রচেষ্টায় ধৃত অপর এক চোরকে পাকড়াও করে বেধড়ক উত্তম-মধ্যম দেয়। এলাকাবাসী সূত্রে জানা যায় চুরি কাণ্ডের মূল ফান্ডার নাম বিল্লাল মিয়া। পরে ধৃত বিল্লাল মিয়া কে পুলিশের হাতে তুলে দেয়। যদিও খবর লেখা পর্যন্ত এই ঘটনা সম্পর্কে কোন ধরনের মামলা নথিভুক্ত হয়নি তেলিয়ামুড়া থানায়। তবে ধৃত চোর রঞ্জিত দে নিজেই উপস্থিত জনতার সামনে স্বীকারোক্তি দেয় দীর্ঘদিন ধরে সেঞ্চুরি কান্ড চালিয়ে যাচ্ছে। তার সাথে জড়িত রয়েছে মোট ৩জন।