রাজ্যের দায়িত্বে জলপাইগুড়ির প্রীতম।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- গতকাল কোচবিহারে তৃণমূল ছাত্র পরিষদের সাংগঠনিক অনুষ্ঠানে নবগঠিত তৃণমূল ছাত্র পরিষদ এর ইঞ্জিনিয়ারিং এর দায়িত্ব দেওয়া হল উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ি জেলার সেবা গ্রামের বাসিন্দা ছাত্র নেতা প্রীতম ঘোষ কে। এদিন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এবং আগামী দিনের জন্য শুভেচ্ছা জানান। রাজ্যের দায়িত্ব জলপাইগুড়ি জেলার ছাত্রনেতা পাওয়ায় খুশি জেলার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তার নাম ঘোষণা হতেই শুভেচ্ছা জানান রাজ্য এবং জেলা নেতৃত্ব। শুভেচ্ছা জানিয়েছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী, সুপ্রিয় চন্দ্র থেকে শুরু করে জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ। প্রীতম বাবু দায়িত্ব পেয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ এর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করছেন। দায়িত্ব পাওয়ার পর প্রীতম বাবুকে প্রশ্ন করা হলে তিনি জানান উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার গ্রামের ছেলে হয়ে তাকে যে দায়িত্ব রাজ্য নেতৃত্ব দিয়েছে তাতে তিনি আনন্দিত এবং আগামী দিনে সকলকে নিয়ে একযোগে রাজ্যের প্রতিটি ইঞ্জিনিয়ারিং কলেজের তৃণমূল কংগ্রেসের সংগঠনকে মজবুত করায় তার প্রধান এবং একমাত্র লক্ষ্য। একই সঙ্গে তিনি রাজ্য সভাপতি সম্মানীয় তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং জলপাইগুড়ি জেলার অভিভাবক শ্রীমতি মহুয়াকেও ধন্যবাদ জানান তার পাশে থাকার জন্য। তিনি বলেন ইঞ্জিনিয়ারিং সেল এর পথ চলা জলপাইগুড়ি জেলা থেকে খুব শীঘ্রই শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *