পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আবারো বড় সরো সাফল্য পেলো পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার পুলিশ। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে গোয়ালতোড় থানার ৪৮ কেজি গাঁজা উদ্ধার করল গোয়ালতোড় থানার পুলিশ। পাশাপাশি গ্রেফতার করা হয় একজনকে। জানা গিয়েছে ওই অভিযুক্তের নাম সঞ্জয় গুয়েন। ইতিমধ্যেই বেশ কয়েকটি ধরায় মামলা রুজু করেছে গোয়ালতোড় থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে গোয়ালতোড় থানার হুমগড় এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে ওই অভিযুক্তের বাড়িতে হানা দেয় গোয়ালতোড় থানার পুলিশ। বিপুল পরিমাণে গাঁজা উদ্ধারের পাশাপাশি ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে অভিযুক্তকে এইদিন গড়বেতা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করলো গোয়ালতোড় থানার পুলিশ, গ্রেপ্তার এক।

Leave a Reply