বিজেপির তিন কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ নিয়ে বিতর্কে জড়ালেন কাঁথির মহকুমা শাসক।

0
223

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পুরসভাকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে সেই পুরভোটের টিকিট দেওয়া থেকে। তারপর নির্বাচন, নির্বাচনের ফল ঘোষণা, পুরবোর্ড গঠন সবকিছু নিয়েই রাজনৈতিক দ্বন্দ্ব এবং বিতর্ক জারি রয়েছে। এবার ফের একবার বিতর্কে কাঁথির মহকুমা শাসক নিজেই। বিজেপি কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ নিয়ে বিতর্কে জড়ালেন কাঁথির মহকুমা শাসক আদিত্য মোহন বিক্রম ইরানি। অভিযোগ, বিজেপির জন্য সাধারণ সৌজন্যতা টুকুও নেই তাঁর। আর এই অভিযোগ তুলেছে গেরুরা শিবির। মুহূর্তের মধ্যে সেই ছবি ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায় । নেট দুনিয়ার সোশ্যাল মিডিয়া , ফেসবুক ও হোয়াটসঅ্যাপে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। পাশাপাশি সরব হয়েছেন বুদ্ধিজীবীরাও। ঘটনাটি ঘটেছে শপথ বাক্য পাঠ করানকে কেন্দ্র করে। বিশেষ সূত্রে জানা গিয়েছে গত ২৯ শে মার্চ বিজেপির তিনজন কাউন্সিলরকে মহকুমা শাসক দফতরে শপথ বাক্য পাঠ করান মহকুমা শাসক আদিত্য বিক্রম মোহন ইরানি। আর এখানেই বিতর্ক শুরু হয়। সামাজিক মাধ্যম গুলিতে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় গেরুয়া তিন প্রার্থী দাঁড়িয়ে শপথ বাক্য পাঠ করছেন এবং মাননীয় মহকুমা শাসক মহাশয় চেয়ারে বসেই সেই বাক্য পাঠ করাচ্ছেন। মহাকুমা শাসকের এহেন আচরণে সরব হয়েছেন দক্ষিণ কাঁথির বিজেপি বিধায়ক তথা কাউন্সিলর অরূপ কুমার দাস।বিজেপির অভিযোগ, মহকুমা শাসক ওই তিনজন বিজেপি কাউন্সিলরকে চেয়ারে বসেই শপথ বাক্য পাঠ করান। যা পূর্বে কখনও দেখা যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করেই বর্তমানে বিতর্কের মুখে কাঁথি পুরসভার মহকুমাশাসক । তাঁদের আরও অভিযোগ, গত ১৬ মার্চ কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান মহকুমা শাসক। শাসক দলের যাঁরা জিতেছেন তাঁরা প্রত্যেকেই অনুষ্ঠানে রীতি মেনে দাঁড়িয়ে শপথ বাক্য পাঠ করেছেন। এবং মহকুমা শাসকও তাঁদের দাঁড়িয়েই বাক্য পাঠ করিয়েছেন। তবে ওই দিন উপস্থিত থাকতে পারেনি বিজেপির তিন জয়ী প্রার্থী। তাঁদের একজন হলেন ১০ নম্বরের বিধায়ক অরূপ কুমার দাস, ১৭ নম্বরের তাপস দলাই, ও ১৮ নম্বরের ওয়ার্ডের সুশীল দাস। পরে মহকুমা শাসকের দেওয়া সময় ও দিন মেনে তাঁরা শপথ বাক্য পাঠ করেন। এই বিষয় নিয়ে দক্ষিণ কাঁথি বিজেপি বিধায়ক অরূপ কুমার দাস বলেন, “রাজ্যের বিধানসভা হোক বা রাজ্যসভা হোক, লোকসভা থেকে মন্ত্রীসভায় শপথ বাক্য পাঠ বিভিন্ন মাধ্যমে করা হয়। আমরা বিরোধী দল হওয়ার কারণে মহকুমা শাসক নিজেই চেয়ারে বসে থেকে আমাদের দাঁড় করিয়ে শপথ বাক্য পাঠ করালেন। কিন্তু আমাদের জন্য সেই সৌজন্যে দেখায়নি মহকুমা শাসক।” যদিও এই বিষয়ে মহকুমা শাসক আদিত্য বিক্রম মোহন ইরানির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here