জে কে টায়ার হিমালায়ান কার রেলিতে দেশের সেরা হলেন হলদিয়া ডি ঘাসিপুরের বাসিন্দা সেখ আজগর ও মহাম্মাদ মুস্তাফা জুটি।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- জে কে টায়ার হিমালায়ান কার রেলিতে দেশের সেরা হলেন পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া ডি ঘাসিপুরের বাসিন্দা সেখ আজগর ও মহাম্মাদ মুস্তাফা জুটি। দ্বিতীয় হয়েছেন আজগরের পরিবারের অনিরুদ্ধ ও রাজকুমার মুন্দ্রা জুটি। তৃতীয় হয়েছেন কলকাতার সুবীর রায় ও নিরব মেহেতা জুটি। গত ২৪ শে মার্চ শিলিগুড়ি সিটি সেন্টার থেকে প্রতিযোগিতা শুরু হয়। ২৬ শে মার্চ দার্জিলিংয়ের শেষ হয়। সারা দেশের চারটি জন থেকে ছয়টি করে দল ফাইনাল রাউন্ডের অংশ নিয়েছিলেন। এবারে জাতীয় চ্যাম্পিয়নশিপে ফাইনাল রাউন্ড ছিল। এর পোষাকি নাম ইন্ডিয়ান ন্যাশনাল  রেগুলেটরি রান চাম্পিয়নশিপ। হিমালায়ান কাজলি কার রালি আজগর পরপর চারবার জিতলেন। করোনেশন ব্রিজ, তিস্তা নদী, মূর্তি নদী , সমা সিং চা বাগান, ডুয়ার্সের জঙ্গল পেরিয়ে ২৪টি দল প্রতিদ্বন্দ্বিতা করে। পথে ঝুঁকি ছিল। আজগর জানান  দেশের নানা প্রান্তে তার চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা রয়েছে। রাজস্থানের থর মরুভূমি পেরিয়ে ১৬০০ কিমি পথ পাড়ি দিয়ে ডেজার্ট স্ট্রম চ্যাম্পিয়ন হয়েছেন আজগর। তবে পাহাড়ি পথে ঝুঁকি বেশি মানছেন তিনি‌। অ্যাডভেঞ্চার বিভাগে তৃতীয় হয়েছেন আজগরের ভাই ইব্রাহিম আলী শেখ। ইব্রাহিম ব্লু স্টার ক্রিকেট ক্লাবের নামে পরিচিত মুখ। মেয়েদের বিভাগের চতুর্থ হয়েছেন এই পরিবারের অলিভিয়া শেখ তার নেভিগেটর তারিফ পরিবারের বৌমা শেখ সুনিতা প্রসাদ। আজগর পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর সামাজিক ক্লাব প্রতিষ্ঠান সঙ্গে যুক্ত। আজগরের নেশা গাড়ি চালানো। কেমন ছিল অভিজ্ঞতা? তিনি জানান ৮০০ কিমি পাহাড়ি  পথে তার নেভিগেট  মহম্মদ মুস্তফা যে সময় ওদিক এদিক নির্দেশ করছেন তার কথা মেনে গাড়ি চালাতে হয়েছে।ঘন কুয়াশা, পাহাড়ি নদী, নানা ধরনের ঝুঁকি থাকে প্রতিটি পদে। খারাপ আবহাওয়া তাদের ঝামেলায় ফেলে ছিল। তবে উত্তরবঙ্গের সৌন্দর্য সব ভয় দূর করে দিয়েছে বলে জানালেন আজগর ।বাবা শেখ মজাফফর কে দেখেই গোটা পরিবারের এই কার রালি আসা। দার্জিলিঙে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *