নিজের হাতে হনুমান ও বিষ্ণু ঠাকুরের প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দিল এক খুদে মৃৎশিল্পী।

0
314

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- নিজের হাতে হনুমান ও বিষ্ণু ঠাকুরের প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দিল এক খুদে মৃৎশিল্পী। আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগান লেটে লাইনের আদিবাসী মহল্লার ১৩ বছরের ওই মৃৎশিল্পীর নাম জিৎ ওরাও। তার এই কীর্তি দেখে হতবাক স্থানীয়রা। জানা গিয়েছে, জিৎ ওরাও অষ্টম শ্রেণীর ছাত্র। ছোট থেকে মাটির দলা দিয়ে পুতুল তৈরি করার ঝোঁক ছিল জিতের। এবারে হনুমান ও বিষ্ণু ঠাকুরের প্রতিমা নিজে বানিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছে। এর আগে সে কৃষ্ণ,সরস্বতী প্রতিমাও বানিয়েছিল। জানা গিয়েছে, জিৎ মৃৎশিল্পী পরিবারের ছেলে নয়। তার বাবা শক্তি ওরাও শ্রমিক। তবে বরাবরই শিল্পকর্মে আগ্রহ জিতের। এদিন জিৎ ওরাও বলে, “মাটি দিয়ে বিভিন্ন দেব- দেবীর মূর্তি বানাতে খুবই ভাল লাগে। আগামী দিনে আরও প্রতিমা তৈরি করারও ইচ্ছা প্রকাশ করেছে জিৎ।” রবিবার জিৎ ও তার পাড়ার ছেলে মেয়েরা মিলে ওই হনুমান ও বিষ্ণু ঠাকুরের প্রতিমাকেই পুজো করে তারা। তাই বেজায় খুশি জিৎ। প্রতিবেশী সুনীল কুজুর জানিয়েছেন, “জিৎ ওরাও বহুমুখী প্রতিভার অধিকারী। একেবারে পেশাদার মৃৎশিল্পীদের মতো কাজ করেছে জিৎ।”ছেলের এমন প্রতিভায় পরিবারের লোকেরা রীতিমতো খুশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here