আজকের রেসিপি ::: শুঁটকি চিংড়ির ভর্তা।।।

উপকরণ:- শুঁটকি চিংড়ি মাছ:১ কাপ (তাওয়ায় টেলে ঘরে চিংড়ি শুঁটকি তৈরি করা), নারকেল কোরা :২ টেবিল চামচ, টালা শুকনো মরিচ :২/৩টি, পেঁয়াজকুচি : ১ টেবিল চামচ, লবণ : স্বাদমতো।

প্রণালী:- চিংড়ি শুঁটকি ভালো করে ধুয়ে ওপরের সব উপকরণ দিয়ে শিলপাটায় মিহি করে বেটে তৈরি করা যায় সুস্বাদু শুঁটকি চিংড়ির ভর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *