মিটিংয়ে ডেকে পুজোর হিসাব চাওয়াই একই পরিবারের সাত থেকে আটজনকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল।

মালদা, নিজস্ব সংবাদদাতা: মিটিংয়ে ডেকে পুজোর হিসাব চাওয়াই একই পরিবারের সাত থেকে আটজনকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে রবিবার রাত্রে হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা বাজার এলাকায়। এদের মধ্যে আহত সেমল পাসওয়ান বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার ভাই অমল পাসওয়ানের অবস্থা আশঙ্কাজনক বর্তমানে তিনি মালদা শহরের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। জানা গেছে বজরংবলীর পুজো কে কেন্দ্র করে রবিবার রাত্রে একটি মিটিং ডাকা হয়েছিল। দীর্ঘদিন ধরে পূজোর দায়িত্বে থাকা স্থানীয় বাসিন্দা নির্মল দাস এবং তার পরিবার এবছর এলাকাবাসীদের পুজো করার জন্য বলেন। এলাকাবাসিরা সেই প্রস্তাব মেনে নিয়ে বিগত বছরের হিসেবের খাতা চাওয়ায় নির্মল দাস সহ ১০ থেকে ১২ জন সেমল পাসওয়ান সহ তার পরিবারের উপর হামলা চালায় বলে অভিযোগ। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *