সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং :- ক্যানিং স্টেশন থেকে আপ ক্যানিং-সোনারপুর লোকালে ওঠেন রাজু পান্ডে নামে এক ব্যক্তি। তিনি সোনারপুরে স্টেশনে নেমে যান কিন্তু মনের ভুলে, নগদ টাকার ব্যাগ, ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ নথিপত্র রেখে ট্রেন থেকে নেমে যান তিনি। স্টেশন থেকে বেরিয়ে মনে পড়ে ব্যাগের কথা।ততক্ষণে ট্রেনটি বারুইপুর ষ্টেশনের অভিমুখে রওনা দিয়ে দিয়েছে।তিনি সঙ্গে সঙ্গে সোনারপুর স্টেশনে জিআরপি’র কাছে বিষয়টি জানান। তিনি বিভিন্ন এলাকায় আয়কর পরামর্শ দাতা হিসেবে কাজ করেন। সোনারপুর থেকে স্টেশন থেকে জানতে পারেন ট্রেনটি বারুইপুর যাচ্ছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বারুইপুর স্টেশন মাস্টারকে, স্টেশন মাস্টার তড়িঘড়ি খবর দেয় বারুইপুর জিআরপি থানায়।্রেনটি বারুইপুর স্টেশনে থামলে শুরু হত তল্লাশি। বারুইপুর জিআরপি থানার পুলিশের তৎপরতায় ট্রেন থেকে উদ্ধার হয় টাকা ভর্তি ব্যাগটি। খবর দেওয়া হয় রাজু পান্ডে কে।এদিন বিকাল ৩ টে নাগাদ বারুইপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অর্ণব দত্ত ও অন্যান্য পুলিশ আধিকারিকরা নগদ টাকা, ল্যাপটপ ফিরিয়ে দেন রাজুর হাতে। টাকা এবং মূল্যবান নথীপত্র ফিরে পেয়ে রেলপুলিশের কাছে তিনি ঋণী থাকলেন বলে জানান,পাশাপাশি রেলপুলিশের কাজের প্রশংসা করেন।
Leave a Reply