পানীয় জলের দাবীতে বিডিও কে স্মারকলিপি।

0
863

পুরুলিয়া, নিজস্ব সংবাদদাতা:- পানীয় জলের দাবীতে বিডিও কে স্মারকলিপি। গ্রীষ্মের দাবদাহে ধুঁকছে পুরুলিয়া। পানীয় জলের দাবীতে পথে মানুষ। জেলার বিভিন্ন জায়গায় পানীয় জলের অভাব দেখা দিয়েছে। বর্তমান সরকার জলভাব দূর করতে আপ্রাণ চেষ্টা করলেও পুরোপুরি সমাধান সম্ভব হয়নি। এছাড়া পিএইচ ই দপ্তরের গাফিলতি, ঠিকেদারী সংস্হা গুলির নিম্ন মানের কাজের জন্য মানুষের ভোগান্তির শেষ নেই বলে অভিযোগ নিতুরিযা থানার ভামুরিয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের। দামোদরের হীরাখুন থেকে এখান জল সরবরাহের ব্যবস্হা থাকলেও মানুষ জল পাচ্ছেন না এমন অভিযোগ এলাকার বাসিন্দা সাধন মাজীর। তিনি জানান প্রতিটি বাড়িতে তিন চারটি করে জলসরবারের নল বসানো হয়েছে অথচ জলের দেখা নেই, সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হলেও সদুত্তর মিলছেনা। তাই আজ এই মর্মে বিডিও- র দারস্ত হয়েছেন। বিডিও অনুপস্থিত থাকায় যুগ্ম বিডিওকে স্মারকলিপি দেন। ভামুরিয়া গ্রাম পঞ্চায়েতের হীরাখুন , দেবীডাঙ্গা , বড়া, ভামুরিয়া সহ সব কটি গ্রামের মানুষ জলকষ্টে দিনযাপন করছেন।পঞ্চায়েতের উপপ্রধান সহ পঞ্চায়েত সমিতির সদস্যরা ও একি মর্মে স্মারক লিপি দেন।গ্রামবাসীদের পক্ষে সাধন মাজী জানান দাবী না মিটলে বৃহত্তর আন্দোলনে নামবে মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here