ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসের পতাকা উত্তোলন, শুনলেন প্রধানমন্ত্রীর ভাষণ।

0
203

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ৪২ বছর অতিক্রান্ত করে আজ ভারতীয় জনতা পার্টির ৪৩ তম প্রতিষ্ঠা দিবস‌। ১৯৮০ সালের আজকের দিনে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আদবানীর হাত ধরে প্রতিষ্ঠিত হয় ভারতীয় জনতা পার্টির। দু-দুবার দেশের মসনদে এবং ১৮ টি রাজ্যে একক অথবা জোট সরকারের শাসন ভার সামলানো ভারতের সর্ব বৃহৎ রাজনৈতিক দল। ১৯৯৪ সালে প্রথম দুটি লোকসভা আসনের জয় দেশের মধ্যে। ১৯৯৬ সালে প্রথম ক্ষমতা মিললেও মাত্র ১৩ দিনের বাজপেয়ি সরকার ছিল সেবার। ১৯৯৮ সালে ১৮২ টি আসন পেলেও দেশের দায়িত্বভার অর্জন করতে পেরেছিলেন মাত্র ১৩ মাসের জন্য। ২০০৪ সালে পরাজয় ঘটে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট এর কাছে, প্রত্যক্ষ রাজনীতি ছাড়লেন বাজপেয়ী। ২০১৪ সালে বিজেপি এককভাবে ২৮২ টি আসন নিয়ে শুরু করলেন মোদি যুগ‌। ২০২২ এ কেন্দ্রে শাসনের পাশাপাশি আঠারোটি রাজ্যে শাসনভার যার মধ্যে আটটিতে এককভাবে।
দলীয় কর্মী-সমর্থকদের উচ্ছাস লক্ষ্য করা গেল রাজ্য তথা জেলার প্রত্যেক গ্রাম-শহরে। পতাকা উত্তোলনের পর প্রধানমন্ত্রীর ভাষণ শুনে অনুপ্রাণিত কর্মী সমর্থকরা, নদীয়ার শান্তিপুরে এমন চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here