রোজাদারদের দুধের শরবতে ব্যবস্থা ইসলামপুরে।

0
338

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা রমজান মাসে একমাস রোজা পালন করে থাকেন। সেই ভোররাত্রে সেহেরী করার পর একেবারে সন্ধ্যার আজানের সময় ইফ্তার করে থাকেন। এই তীব্র দাবদাহের মধ্যেও রোজা পালন করছেন ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা। তাই আজ শুক্রবার ষষ্ঠ রোজার দিনে বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ইসলামপুর পশ্চিমপাড়ার হুজুর ফিদায়ে মিল্লাত কমিটির পক্ষ থেকে দুধের শরবতের ব্যবস্থা করা হয়। এদিন এলাকার প্রত্যেক রোজাদারকে এই কমিটির পক্ষ থেকে দুধের শরবত দেওয়া হয়। এই কমিটির এক সদস্য রকিবুল ইসলাম নঈমী জানান, আমরা কয়েক বছর বছর ধরে এই ব্যবস্থা করে আসছি। তাছাড়াও এলাকায় গরিব ও দুঃস্থ মানুষদের বসবাস। সবার পক্ষে তো ফ্রীজ রাখার সম্ভব নয়। তাই আমরা সবার কথা ভেবে এই আয়োজন করেছি। তাছাড়াও আমরা প্রতিদিন ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করেছি। মাঝে দু’একদিন আমরা পায়েসও বিতরণ করব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here