পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- কুঁয়োতে পড়ে যাওয়া পোষ্য বিড়ালকে উদ্ধার করতে ডাকা হলো ফায়ার ব্রিগেড।ঘটনা পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার কসবা নারায়ণগড় এলাকায়।ঘটনায় জানা যায় নারায়ণগড়ের কসবা এলাকায় নির্মলেন্দু বিকাশ নামে এক ব্যক্তির বাড়িতে দীর্ঘদিন ধরে রয়েছে একটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ফিট গভীরতায় পরিত্যক্ত কুঁয়ো।যাতে অসাবধানবশত পড়ে যায় বাড়ির একটি পোষ্য বিড়াল।বর্তমান বৃষ্টির অভাবে কুঁয়োটিতে তেমন বেশি জল ছিল না।ফলে কুঁয়োর গভীরে পড়ে যাওয়া বাড়ির পোষ্য বিড়ালটিকে উদ্ধার করতে পারছিলেন না পরিবারের লোকেরা।এদিকে দীর্ঘক্ষণ ওই কুঁয়ার মধ্যে পড়ে থাকায় বিপদগ্রস্ত হয়ে পড়েছিল পোষ্য বিড়ালটি।অবশেষে কিছু উপায় না পেয়ে নির্মলেন্দু বাবু যোগাযোগ করেন খড়্গপুরের দমকল বিভাগে।খবর পেয়ে দমকলের একটি গাড়িসহ দমকল বিভাগের বেশ কয়েকজন কর্মী উপস্থিত হন।তারা এরপর ট্যাপের মাধ্যমে কুঁয়োতে খানিকটা জল পুরিয়ে সাথে কাঁছি দড়িতে নাইলনের ব্যাগ ও সাইকেলের রিং-এয়ে মাছ ধরার জাল বেঁধে নামানো হয় কুয়োর মধ্যে।কাজে আসে এই ব্যবস্থা।জাল ও ব্যাগের মধ্যে ঢুকে পড়ে বিড়ালটি।এরপর দড়ি টেনে ওপরে তুলে আনেন দমকলকর্মীরা।কুঁয়ো থেকে ওপরে উঠে হাফ ছেড়ে দৌড় দেয় বিড়ালটি।যদিও এদিনের এই কাজে উপস্থিত দমকল কর্মীরা জানিয়েছেন বিড়ালটি সুস্থ রয়েছে কোনো রকম আঘাত পায়নি।এদিকে পোষ্য বিড়াল বিপদমুক্ত হওয়ায় খুশি নির্মলেন্দু বাবু ও তার পরিবার।কৃতজ্ঞতা স্বরূপ ধন্যবাদ জানান দমকল কর্মীদের।
Leave a Reply