পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সোমবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে জৈন মন্দিরে নবরাত্রি উপলক্ষে দশমীতে দেবী পদ্মাবতীকে বিসর্জন দেওয়া হলো সিঁদুর খেলার মধ্য দিয়ে।কোলাঘাট জৈন সমাজের পক্ষ থেকে গত ৩০ বছর ধরে কোলাঘাটে হয়ে আসছে এই দেবী পদ্মাবতীর পূজো তারসাথে নবরাত্রি পালন।আজ সোমবার পূজোর সমাপ্তি হলো মহা ধুমধামের সাথে।গত দশদিন ধরে কঠোর নিয়মব্রত পালন করেন মহিলারা।আজ বিজয়া দশমিতে একে অপরকে সিঁদুর মাখিয়ে রঙিন করে দেয়।এরপর দোবীকে বিসর্জন দেওয়া হয় নদীতে।এই রীতিনীতি মেনেই প্রতিবছর জৈন সম্প্রদায়ের পক্ষ থেকে দেবী পদ্মাবতীর পূজো অর্চনা চলে, জানা গিয়েছে জেলার কোলাঘাটে অবস্থিত একমাত্র জৈন মন্দিরে।
Leave a Reply