নীল ষষ্ঠীর দিনে রূপনারায়ণের গঙ্গা মিশ্রিত জল নিতে ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা,অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে পুলিশ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  বাংলা চিরাচরিত প্রথা অনুযায়ী চড়ক উৎসবের আগের দিন ঠিক নীল ষষ্ঠীর পূজা হয়ে আসছে । সন্তানের দীর্ঘায়ু ও পরিবারের কল্যাণ কামনায় এই দিনটিতে, ব্রতি হয় বঙ্গবাসী। দ্বারকেশ্বর নদ ও শিলাই নদীর মিলিত প্রবাহে কোলাঘাটের রূপনারায়ন নদের গঙ্গা নদীর মিশ্রিত, গঙ্গাজল নিতে ভিড় জমিয়েছেন- গৌরাঙ্গ ঘাট, কাটচড়া ময়দান ঘাট, কালিমন্দির ঘাটে। এই জল তুলে নিয়ে পাড়ি দিচ্ছেন প্রায় কুড়ি কিলোমিটার পথ। সেখানে পৌঁছে গিয়ে শিব লিঙ্গের উপর ওই জল ঢালবেন বলে জানান পুণ্যার্থীরা। তবে দীর্ঘ দুই বছর ধরে মহামারি ভাইরাসের কারণে বন্ধু ছিল ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠান, তবে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দ ফিরতে শুরু করে পুনরায় ভিড় লক্ষ্য করা গিয়েছে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে, তবে এই দিন জল তোলাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য টহলরত অবস্থায় দেখে পাওয়া গেছে পুলিশ প্রশাসনকে, পাশাপাশি মাইকিং করে সতর্ক করে দেওয়া হচ্ছে পূণ্যার্থীদের। তবে দীর্ঘ দুই বছর পর পুনরায় ধর্মীয় রীতিনীতি মিনি দেব দেবীর আরাধনা তে মেতে উঠেছে পুণ্যার্থীরা, এমনটাই জানালেন আগত পুণ্যার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *