মানসিক ভারসাম্যহীন ভদ্রমহিলাকে বাড়িতে পৌঁছে দিলেন কোতুলপুর থানার পুলিশ।

0
234

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাম নারায়ন পাল এর মানবিক মুখ
প্রায় ৬০ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন এক ভদ্র মহিলা কে উদ্ধার করে তার বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাম নারায়ন পাল,
সূত্র মারফত জানা যায় গতকাল রাত্রি ৯ টা নাগাদ কোতুলপুর এর বনমুখা বাস স্ট্যান্ড এলাকায় প্রায় ৬০ বছর বয়সী এক ভদ্রমহিলা কে ঘোরাফেরা করতে দেখেন ওই এলাকার বাসিন্দা ফিরোজ মোল্লা, ওই অপরিচিত মহিলাকে দেখে তার সন্দেহ হয়, তৎক্ষণাৎ কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাম নারায়ন পাল কে ফোন করে সমস্ত ঘটনাটি জানান তিনি, তড়িঘড়ি ওই এলাকায় পৌঁছান কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং ওই ভদ্র মহিলাকে উদ্ধার করে নিয়ে আসেন কোতুলপুর থানায়, তার সঙ্গে কথাবার্তা বলে জানা যায় ওই ভদ্রমহিলা কিছুটা মানসিক ভারসাম্য হীন, তার নাম কাজল মুখার্জি বয়স আনুমানিক ৬০ বছর, বাড়ি খাতড়া থানা এলাকায়,
এরপরই কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাম নারায়ন পাল খাতরা থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে কথা বার্তা বলে আজ ওই ভদ্রমহিলা কে নিজের গাড়ি করে তার বাড়িতে পৌঁছে দেবার ব্যবস্থা করেন,
সম্পূর্ণ ঘটনায় কোতুলপুর থানা এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাম নারায়ন পাল কে,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here