সারা বিশ্ব আজ পালন করছে গুড ফ্রাইডে,জলপাইগুড়ির চার্চে বিশেষ প্রার্থনা।

0
296

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- একদিকে যেমন আজ বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখ ,ঠিক তেমন ভাবেই আজকের দিনটি অত্যান্ত ভাবগম্ভীর পরিবেশের মধ্যে দিয়ে পালন করছে খ্রিষ্ঠ ধর্মাবলম্বীরা , আজকের এই দিনেই ক্রুশ বিদ্ধ করা হয়ে ছিলো প্রভু যীশুকে, তার পরেও তিনি তিন ঘন্টা জীবিত থেকে বিশ্ববাসীর উদ্দেশে সাতটি বাণী শুনিয়ে গিয়েছিলেন বলে কথিত আছে।
সেই থেকেই ইংরেজি তারিখ অনুসারে আজকের দিনটি গুড ফ্রাইডে হিসেবে পালিত হয়ে আসছে সমগ্র বিশ্বে।
এই বিশেষ দিন উপলক্ষে জলপাইগুড়ি সেন্ট মাইকেল এন্ড অল এঞ্জেল চার্চেও বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়।
গুডফ্রাইডে প্রসঙ্গে চার্চের অন্যতম পৃষ্ঠপোষক ভোলা মন্ডল জানান, আজ দুপুর বারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে প্রভু যীশুকে স্মরণ করা হয়ে থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here