চা-ওয়ালার উদ্যোগে রক্তদান শিবির দুবরাজপুরে।

0
264

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- মনের জোর থাকলে বড় কাজও সহজে করা যায়। তাই আজ মঙ্গলবার বীরভূম জেলার দুবরাজপুরের রঞ্জনবাজারের বিপুল ওঝা নামে একজন চা-ওয়ালা রক্তদান শিবিরের আয়োজন করেন। বর্তমানে জেলায় রক্তের ঘাটতি মেটাতে এই উদ্যোগ নিয়েছেন তিনি। এর আগে তিনি এবং তাঁর মা মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করেছেন। উল্লেখ্য, তাঁর চা দুবরাজপুর এলাকায় বিখ্যাত। তাই তাঁর দোকানে চা পান করার পাশাপাশি আড্ডাও মারতে যান অনেকে। সেই থেকেই তাঁর মাথায় এলো রক্তদান শিবির করানোর। তাই আজ বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার এসোসিয়েশন এবং দুবরাজপুরের সমব্যথী ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে রাজ্য সরকারের বাতানুকূল ভ্রাম্যমান বাসে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন এই শিবিরে ২০ জন রক্তদাতা রক্তদান করেন। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পান্ডে, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি স্বরুপ আচার্য, কাউন্সিলর সাগর কুন্ডু, বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার এসোসিয়েশনের সহ সভাপতি প্রিয়নীল পাল, বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার এসোসিয়েশনের সদস্য সেখ মোসারফ, রাজা গড়াই, সায়ন দাঁ, চা ওয়ালা বিপুল ওঝা সহ আরো অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here