পুরনো রীতি মেনে বৈশাখ মাসে প্রথম মঙ্গলবার থেকে শুরু হলো চন্ডীমাতা পুজা।

0
392

নিজস্ব সংবাদদাতা, মালদা: পুরনো রীতি মেনে বৈশাখ মাসে প্রথম মঙ্গলবার থেকে শুরু হলো চন্ডীমাতা পুজা, হবিবপুর ব্লকের বুলবুলচন্ডীর, চন্ডীমাতা মন্দিরে মা চন্ডী হরিশ মঙ্গলচণ্ডী রূপে পূজিত হন থাকে ।

জমিদার বংশ এই পুজা শুরু করেছিলেন এখনো পুরান রীতি মেনে হয়ে আসছে মা মঙ্গলচন্ডী পুজা। দেখা যায় মঙ্গলবার ভোর থেকে বুলবুলচন্ডী সহ বিভিন্ন এলাকা থেকে ভক্তরা চন্ডী মাতা মন্দিরে মঙ্গলচন্ডীকে হরিশ মঙ্গলচণ্ডী রূপে পুজো করলেন , এবং এই পুজো দিতে বিভিন্ন এলাকা থেকে আসা বিশেষ করে মহিলারা সংসারের মঙ্গল কামনায় মঙ্গলচণ্ডীর পূজো করে থাকেন।এদিন সকাল থেকে দেখা গিয়েছে মন্দিরে ভক্তদের উপচে পড়ল ভিড়।ভোর থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে পুজো দিতে দেখা গিয়েছে ভক্তদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here