বেআইনি আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুষ্কৃতি।

সুভাষ চন্দ্র দাশ, বাসন্তী :-  বেআইনি আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতিকে গ্রেফতার করলো বাসন্তী থানার পুলিশ।পাশাপাশি অন্যান্য অভিযোগে আরো ১৩ জন দুষ্কৃতিকে গ্রেফতার করে বাসন্তী থানার পুলিশ। উল্লেখ্য বিগত দিনে একইদিনে ১৪ জন দুষ্কৃতি গ্রেফতারের ঘটনা বিরল।এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বাসন্তী থানার পুলিশ প্রশাসনের এমন অসাধারণ উদ্যোগ যা আগামী দিনে বাসন্তী ব্লকের মানুষের মনে শান্তির বাতাবরণ তৈরী করবে।

পাশাপাশি এলাকায় দুষ্কর্ম রুখতে এদিন রাতে হালদারপাড়া এলাকায় এসআই সনৎ কর্মকারের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী টহল দিচ্ছিলেন।সেই সময় সন্দেহভাজন এক ব্যক্তি কে ঘোরাফেরা করতে দেখে তাকে জিঞ্জাসাবাদ শুরু করে পুলিশ। ধৃত বাঁটুল ওরফে আজহারুল মোল্লার কাছ থেকে একটি বেআইনি আগ্নেয়াস্ত্র সহ এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। ধৃত কে গ্রেফতার করে পুলিশ।ধৃত বাঁটুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।অন্যদিকে ধৃত দুষ্কৃতি সকলকে আজ আলিপুর আদালতে তোলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *