ডাকাতির মামলায় অভিযুক্তকে তিন বছর পর গ্রেপ্তার করল মাথাভাঙ্গা থানার পুলিশ।

0
242

মনিরুল হক, কোচবিহারঃ ডাকাতি সহ একাধিক মামলায় অভিযুক্ত ছিলেন এক দুষ্কৃতী। বহুদিন থেকে তাকে খুঁজছিল পুলিশ। কিন্তু পুলিশের আলাদা ঢাকা দিয়েছিল ওই অভিযুক্ত দুষ্কৃতী। গতকাল রাতে মাথাভাঙ্গা থানার পুলিশের একটি দল আলীফ হোসেন নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে মাথাভাঙ্গা থানার পুলিশ। তার বাড়ি শীতলকুচি থানার অন্তর্গত পশ্চিম গলেনাহাটি এলাকায়। অভিযুক্তের বিরুদ্ধে মাথাভাঙা থানায় মামলা নং 526/1919,/395 আইপিসি ধারায় মামলা রুজু করা হয়েছিল। তারই ভিত্তিতে পুলিশ বহুদিন থেকে অভিযুক্তকে খোঁজার চেষ্টা করছে। অবশেষে গত কাল মাথাভাঙা শহরের 12 নং ওয়ার্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ অভিযুক্তকে মাথাভাঙা মহকুমা আদালতে তোলা হয়। মাখা মাখা পুলিশের পক্ষ থেকে অভিযুক্তকে দশ দিনের পুলিশি রিমান্ডে চাওয়া হয়েছিল। আদালত অভিযুক্তকে সাত দিনের পুলিশ কাস্টডিতে রাখার নির্দেশ দিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আলিফ হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে পাশাপাশি নানা অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছে ন তিনি। পুলিশি রিমান্ডে আসার পর তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তদন্ত করা হবে। তাকে গ্রেপ্তার করা পুলিশের একটা বড় সড় সাফল্য বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here