খাদ্যের মান পরীক্ষার জন্য কোচবিহারে চালু মোবাইল ভ্যানে ফুট টেস্টিং ল্যাবরেটরি।

0
268

মনিরুল হক, কোচবিহার: খাদ্য সুরক্ষায় জোড় দিতে এবার ফুট টেস্টিং ল্যাবরেটরি মোবাইল ভ্যান চালু হল কোচবিহারে। আজ কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান ওই ফুট টেস্টিং ল্যাবরেটরি মোবাইল ভ্যানের আনুষ্ঠানিক সূচনা করেন। ওই ভ্যান প্রত্যন্ত এলাকায় গিয়ে বিভিন্ন ধরনের খাবারের মান যেমন পরীক্ষা করবে, ঠিক তেমনি খাদ্য সুরক্ষা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াবে বলে জানা গিয়েছে।

এর আগে খাদ্য সুরক্ষা নিয়ে কোচবিহার শহরে প্রশাসন কিছুটা তৎপরতা দেখালেও মহকুমা শহর ও গ্রামীণ বাজার গুলোতে খুব একটা তৎপর হতে দেখা যায় নি। এর কারণই ছিল খাবারের মান পরীক্ষা করার মত পরিকাঠামোর অভাব। এবার সেই সমস্যা যেমন মিটবে, তেমনি সাধারণ ক্রেতাদের মধ্যেও সচেতনতা বাড়বে বলে মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here