ভাঙ্গন প্রতিরোধ কাজের শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন।

0
204

নিজস্ব সংবাদদাতা, কালিয়াচকঃ-প্রসঙ্গে উল্লেখ্য বিগত কয়েক বছর থেকে বাঙ্গিটোলা জোতকস্তুরী এলাকায় ভাঙ্গন অব্যাহত ছিলো । সেচ দপ্তরের থেকে এই ভাঙন প্রতিরোধের জন্য ডিপট্রিজের কাজ করলেও  ভাঙ্গন  প্রতিরোধ করা যায়নি এই মুহূর্তে নদীবাঁধ থেকে গঙ্গার দূরত্ব মাত্র ৫০ মিটার । ফলে সমগ্র কালিয়াচক 2 নম্বর ব্লক দিয়ে মালদা জেলা ব্যাপী বন্যার আশঙ্কা করছে স্থানীয় মানুষ। গোটা বিষয়টি নিয়ে স্থানীয় মানুষ ভাঙন প্রতিরোধের জন্য স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী সাবিনা ইয়াসমিনের কাছে দরবার করেন। আর সেই কথাটা মাথায় রেখে সংশ্লিষ্ট এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ওই এলাকার ভাঙ্গন রুখতে ভাঙ্গন প্রতিরোধ কাজের শুভ সূচনা করেন। এই দিনের এই কর্মসূচিতে এসে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান কেন্দ্রীয় সরকার কোন রকম সাহায্য করছেন না তা সত্ত্বেও রাজ্যের সামর্থ্য অনুযায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় রাজ্যের পাশাপাশি ও জেলার বিভিন্ন জায়গায় যতোটুকু কাজ করার তা করতে পারছি।
এই দিনেরে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইরিগেশন ডিপার্টমেন্টের চিফ ইঞ্জিনিয়ার স্যাম ব্যানার্জী এবং সমস্ত আধিকারিক থেকে শুরু করে কালিয়াচক 2 নম্বর ব্লকের বিডিও রমাল সিং বিরদী,মোথাবাড়ি থানার ওসি হারাধন দেব সহ তৃণমূলের অঞ্চল ও ব্লক নেতৃত্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here