বিশ্ব বসুন্ধরা দিবস পালন উত্তর দিনাজপুরে।

0
273

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- আজ ২২ এপ্রিল, সারা বিশ্বব্যাপী আজকের দিনটিকে বিশ্ব বসুন্ধরা দিবস হিসেবে পালন করা হয়। ১৯৬৯ খ্রিস্টাব্দে সানফ্রান্সিস্কোতে ইউনেস্কো সম্মেলনে শান্তি কর্মী জন ম্যাককনেল পৃথিবী মায়ের সম্মানে একটা দিন উৎসর্গ করতে প্রস্তাব করেন এবং শান্তির ধারণা থেকে, উত্তর গোলার্ধে বসন্তের প্রথম দিন হিসেবে ২১ মার্চ, ১৯৭০ খ্রিস্টাব্দে প্রথম এই দিনটি উদযাপিত হয়। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে জলবায়ু পরিবর্তনে বিশ্বের বিভিন্ন দেশ এখন প্রাকৃতিক দুর্যোগে জর্জরিত। এমন প্রেক্ষাপটে প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং পৃথিবীকে নিরাপদ এবং বসবাসযোগ্য রাখতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে আজকের এই দিনটি পালন করা হয়।
প্রতিবছরের মতো এ বছরেও উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর রশিদ পুর হাই স্কুলে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আমাদের ধরিত্রী সম্পর্কে সচেতনতাকে বাড়িয়ে তোলার জন্য একটি স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে একটি আলোচনা চক্র অনুষ্ঠিত হয়।এই আলোচনা চক্রের মাধ্যমে উঠে আসে কি ভাবে আমাদের পৃথিবী কে গ্লোবাল ওয়ার্মিং এর থেকে বাঁচানো সম্ভব হবে সে বিষয়ে যেমন তেমনি পরিবেশ রক্ষায় কি কি করনীয় সেগুলো ব্যাপারেও ছাত্র-ছাত্রীদের সামনে বিজ্ঞান মঞ্চের কর্ণধার রা আলোচনা করেন। এদিন দেখা যায় ছাত্র-ছাত্রীদের পোশাকের মধ্যে সচেতনতা মুলক স্লোগান রাখা হয়। কালিয়াগঞ্জ বিজ্ঞান মঞ্চের সাধারণ সম্পাদক সুজয় সরকার বলেন আজ বসুন্ধরা দিবস সারা বিশ্বে 92 টি দেশে পালন হচ্ছে যথাযথ মর্যাদা সহকারে তারই অঙ্গ হিসেবে আমরা ও আজ এখানে এই দিবস পালন করলাম । তিনি বলেন আজকের দিনে গুরুত্বপূর্ণ ব্যাপার হল পৃথিবী কি আমরা কতটা সুন্দর রাখতে পারব জীব জগতকে কতটা ভালো রাখতে পারব আগামী দিনে তা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমাদের সকলকে সচেতনভাবে এগিয়ে এসে আমরা সবাই যাতে পরিবেশ রক্ষায় নিজেদের সচেতন বোধ গড়ে তুলতে পারি সে নিয়ে অঙ্গীকার বদ্ধ হতে হবে সকলকে।

রাধারাণী হালদার: 8967842277

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here