যথাযোগ্য মর্যাদায় জলপাইগুড়ি জেলা জুড়ে পালিত হল মহামতি লেনিনের ১৫৩ তম জন্মদিন।

0
324

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- যথাযোগ্য মর্যাদায় জলপাইগুড়ি জেলা জুড়ে পালিত হল মহামতি লেনিনের ১৫৩ তম জন্মদিন। শুক্রবার সকল ৮টায় বিভিন্ন শাখায়,৯টায় এরিয়া দপ্তরে এবং সকাল ,১০ টায় জেলা দপ্তরে পতাকা উত্তোলন ও প্রতিকৃতিতে মাল্য দানের ও আজগের দিনে মহামতি কমরেড লেনিন এর মার্ক্সবাদ প্রয়োগের অনন্ন্য সাধারণ কৃতিত্বের কথা আলোচনা করেন নেতৃবৃন্দ। জেলা পার্টি দপ্তরে পতাকা উত্তোলন করেন জেলা সম্পাদক সলিল আচার্য, আলোচনা করেন পার্টি নেতা বিপ্লব ঝা। জেলা সম্পাদক সলিল আচার্য তার বক্তব্যে বলেন জীবন যন্ত্রণায় আক্রান্ত মানুষের মুক্তির দিশা মার্কসবাদ-লেনিনবাদ। সেই সমাজ বিজ্ঞানের প্রয়োগের অন্যতম কারিগর মহামতি লেনিনের আজ ১৫৩ তম জন্মদিন। লেনিন সাহেব বলেছিলেন”মার্কসবাদ সর্বশক্তিমান কারণ তা সত্য।”মার্কসবাদের সত্যতা তার বৈজ্ঞানিক ভিত্তিতে বিদ্যমান। আমাদের চাই প্রগাঢ় অনুশীলন। জীবন-জীবিকার সংগ্রাম, গণ আন্দোলন, বিভিন্ন সামাজিক ইস্যুর ক্ষেত্রে দায়িত্ব পালন, প্রতিদিনের কাজ, পরিষ্কার করে বলা যায় জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে মতাদর্শগত অনুশীলনকে যুক্ত করা প্রয়োজন।এর কোন বিকল্প হয় না। এটাই আজকের বিশেষ দিনটিতে নতুন করে “শপথ” এর মতো উচ্চারিত হওয়া প্রয়োজন। সদর পূর্ব এরিয়া দপ্তরে সকালে পতাকা উত্তোলন করেন পার্টি নেতা শৈবাল দাশগুপ্ত, আলোচনা করেন পার্টি নেতা শক্তি গোস্বামী। এছাড়াও জেলার বিভিন্ন শ্রমিক ইউনিয়নের দপ্তর ও চা বাগানে উজ্জাপিত হয় মহামতি লেনিনের ১৫৩ তম জন্মদিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here