চিতাবাঘের আতঙ্ক ছড়াল ফালাকাটা ব্লকের ধনিরামপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সিপাইটারি এলাকায়।

0
263

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- চিতাবাঘের আতঙ্ক ছড়াল ফালাকাটা ব্লকের ধনিরামপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সিপাইটারি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কাল অর্থাৎ শনিবার সকালে ওই এলাকায় গ্রামবাসীরা একটি চিতাবাঘ দেখতে পান বলে দাবি করেছেন। এদিকে খবর পেয়ে এলাকায় পৌঁছায় দলগাঁও রেঞ্জের বন কর্মীরা। শনিবার চিতা বাঘ ধরতে সেখানে ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতে বন দপ্তর বলে খবর। তবে প্রায় ২৪ ঘণ্টা অতিবাহিত হয়ে গেলেও ধরা পরেনি চিতা বাঘ। এদিকে গ্রামবাসীদের দাবি, সংশ্লিষ্ট ভুট্টা ক্ষেতে দুটি চিতার শাবক দেখেছে তারা। এরপর রবিবার বনদপ্তরের পক্ষ থেকে এলাকায় ড্রোন দিয়ে নজরদারি চালানো হয়। বনদপ্তরের দাবি, ড্রোন দিয়ে নজরদারি চালানোর পর এলাকায় কোথাও চিতা বাঘের অস্তিত্ব পাওয়া যায়নি। তবে খাঁচা পেতে সপ্তাহ খানেক নজরদারি চলবে বলে দলগাঁও রেঞ্জ অফিসার অশেষ পাল জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here