বীরভূমের বোলপুর থেকে মাওবাদী যোগ সন্দেহে ধৃত দুই যুবককে তোলা হল খাতড়া মহকুমা আদালতে।

0
308

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ মাওবাদী যোগ সন্দেহে বীরভূমের বোলপুর থেকে দুই যুবককে রবিবার গ্রেফতার করে বাঁকুড়ার বারিকুল থানার পুলিশ। বিশেষ সূত্রে খবর পেয়ে রবিবার বিকালে বোলপুরের দুটি পৃথক জায়গায় হানা দিয়ে টিপু সুলতান ওরফে মুস্তফা কামাল ও অর্কদীপ গোস্বামী নামের দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি ধৃত দুজনের কাছ থেকে মোট ৩১ টি মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয়েছে । ধৃতদের তোলা হল খাতড়া মহকুমা আদালতে।

জানা গেছে, এর আগে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র টিপু সুলতানকে ২০১৬ সালে বেলপাহাড়ি ও ২০১৮ সালে গোয়ালতোড় থানার পুলিশ গ্রেফতার করেছিল । অপর ধৃত অর্কদীপ গোস্বামীকেও ২০১৮ সালে গ্রেফতার করেছিল গোয়ালতোড় থানার পুলিশ। চলতি বছর ২৭ জানুয়ারি বাঁকুড়ার বারিকুল থানা এলাকায় মাওবাদী পোস্টার দিতে গিয়ে পুলিশের কাছে হাতেনাতে ধরা পড়ে শিবু মুর্মু সহ আরো এক সন্দেহভাজন মাওবাদী। সেই ঘটনায় টিপু সুলতান ও অর্কদীপ গোস্বামী সরাসরি যুক্ত থাকার ইঙ্গিত পেয়েছে পুলিশ। ধৃত দুজনকে তোলা হল খাতড়া মহকুমা আদালতে। ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন পুলিশের। এদিন আদালতে তোলার সময় ধৃতরা দাবি করেছে পুলিশ তাদের মিথ্যে মামলায় ফাঁসিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here