মাওবাদী নামাঙ্কিত পোস্টার গাছে লাগানোর সময় হাতেনাতে পাকড়াও স্বামী-স্ত্রী।

0
232

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:-  মাওবাদী নামাঙ্কিত পোস্টার গাছে লাগানোর সময় সোমবার ভোরে হাতেনাতে পাকড়াও করল স্বামী-স্ত্রীকে বিনপুর থানার পুলিশ । ধৃতদের নাম রাজু সিং(৩০) ও পূজা সিং(২২)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেদিন ভোরে বিনপুর থানার অন্তর্গত পাঁচ নাম্বার রাজ্য সড়কের উপর কানিমুহুরীর মোড়ে থাকা গাছে মাওবাদী নামাঙ্কিত পোস্টার লাগছিল জনাকয়েক ব্যক্তি । এই খবর পুলিশ গোপন সূত্রে পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাতে নাতে পাকড়াও করে দুজনকে । বাকিরা পালাতে সক্ষম হয় বলে জানা গিয়েছে। যাদের ধরা হয় তাদের থেকে পুলিশ জানতে পারে রাজু সিং ও পূজা সিং স্বামী-স্ত্রী। পূজা সিংয়ের বাপের বাড়ি বিনপুর থানার অন্তর্গত ছোটসুখজোড়া গ্রামে ও রাজু সিং এর বাড়ি পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে । তারা দুজনেই সাঁকরাইল থানার অন্তর্গত কুলটিকরি এলাকা একটি বাড়িতে ভাড়া থাকতো । রবিবার ছোটসুখজোড়া সস্ত্রীক শ্বশুরবাড়ি এসেছি রাজু সিং । পুলিশ তাদের দুজনকে সঙ্গে নিয়ে পূজা সিংয়ের বাপের বাড়ি ছোটসুখজোড়া গ্রামে হানা দেয়। সেখান থেকেও লাল কালি দিয়ে হাতে লেখা মাওবাদী নামাঙ্কিত বেশ কিছু পোস্টার উদ্ধার হয় বাড়ির ভেতর থেকে । যদিও তারা পুলিশের কাছে দাবি করে, তারা মাওবাদী নয় । কোন এক ব্যক্তির ফোনে টাকার বিনিময়ে মাওবাদী নামাঙ্কিত পোস্টার গুলি যেখানে বলতো সেইখানে লাগা তো । বিনপুর থানার পুলিশ দুজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা রুজু করে ঝাড়গ্রাম আদালতে পাঠায় । পুলিশের পক্ষ থেকে পূজা সিংয়ের সাতদিনের পুলিশ-হেফাজত চাওয়া হলে ঝাড়গ্রাম সিজেএম আদালতের ভারপ্রাপ্ত বিচারক সুপ্তি সরকার পূজা সিংয়ের পাঁচদিনের পুলিশ হেফাজতে মঞ্জুর করে এবং রাজু সিং এর 12 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন । ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পেনাল এডভোকেট কাজল বরন মাহাতো বলেন, বিনপুর থানা পুলিশ 121,122 ,123, 124A সহ অন্যান্য ধারায় পূজা সিং ও রাজু সিং এর বিরুদ্ধে মামলা রুজু করে কোর্টে তোলা হয় । এই কেসের আইও রাজু সিং ও পূজা সিং এর পুলিশ হেফাজতে নেয়ার জন্য আবেদন জানায় । আমি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে রাজু সিংহ ও পূজা সিংয়ের হয়ে কেসটি মুভি করি । পূজা সিং এর সাতদিনের পুলিশ হেফাজত চেয়েছিল বিচারক পাঁচ দিনের মঞ্জুর করেন এবং রাজু সিং এর 12 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here